আবারও নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

আগামী সাধারণ নির্বাচনে জনগণকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। আগামী সাধারণ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন।

আজ শনিবার (১ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, যারা চায়নি আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় আসুক, যারা চায়নি কখনো এ দেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মানুষের একটু মাথা গোঁজার ঠাঁই হোক, রোগে চিকিৎসা পাক, শিক্ষা পাক, তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ যে এই দেশ আমার বাবা স্বাধীন করেছেন, আমার বাবা যে লক্ষ্য নিয়ে স্বাধীন করেছেন সেটা আমি পূরণ করব। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই তার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা, অবকাঠামো উন্নয়ন করা- এটাই তো আমাদের লক্ষ্য।

তিনি বলেন, আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি।

বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। আজকে আমরা আমাদের দেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে পেরেছি। কিছু তো আছেই, যারা দেশের কোনো ভালোই চোখে দেখে না।

যারা দেখে না চোখে, চোখ থাকতে অন্ধ তাদের বিষয়ে কিছু বলার নাই। তারা দেখে না কিন্তু ভোগ করে।

কোটালীপাড়াবাসীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা-মা, নিজের ভাই নেই। আপনারাই আমার আপনজন। আপনারাই আমার সব কাজ করে দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুভেচ্ছা বিনিময় শুরুর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে সেখানে তিনি একটি নিম, একটি বকুল এবং একটি আমগাছের চারা রোপণ করেন।

LEAVE A REPLY