আরামবাগে ছাপাখানা থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি ছাপাখানা থেকে রাজিব হোসেন রানা রাসেল (২৩) নামে এক কর্মচারীর অর্ধগলিত ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকায় একটি ছাপাখানায় (প্রেসে) চাকরি করতেন। 

রবিবার (২ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব হোসেন রানা রাসেল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শহিদুল ইসলামের ছেলে।

বর্তমানে ৯৪, আরামবাগ একটি ছয় তলা ভবনের ছয় তালায় সাবলেট থাকতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ দাস। তিনি বলেন, ঈদের ছুটিতে সবাই চলে গেলও সে যায়নি। সে ওই বাসায় একাই ছিল।

তিনি বলেন, ছেলেটি হয়তো কয়েক দিন আগেই ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল। বিষয়টি কেউ দেখেনি। কয়েক দিন পর যখন পঁচা দুর্গন্ধ বের হয়। পরে বিষয়টি ওই ভবনের লোকজন ও বাড়ির মালিক বুঝতে পেরে থানায় সংবাদ দেন।

পরে আমরা ওই বাসায় গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি, ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই ও তার পরিবারকে সংবাদ দেই। আজ সোমবার তার ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।

তবে কি কারণে, কেন সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি। 

তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি তদন্তের পর ও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন পুলিশের ওই কর্মকর্তা। 

LEAVE A REPLY