‘কবে বিয়ে করছেন’ ভক্তের প্রশ্নে যা বললেন মিমি

তার সমসাময়িক অনেকেই বিয়ে করলেও এখনও সিঙ্গেল রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকের। বার বারই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে। 

সম্প্রতি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছিলেন মিমি। সেখানেই নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

এক ভক্ত নায়িকাকে প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করবেন আপনি?’ মিমি লেখেন, ‘কী জন্য করব?’ সঙ্গে জুড়ে দেন হাসির স্টিকার। 

আগেও একই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে টালিউডের এই অভিনেত্রীকে। তখনও ঠিক একই ধরনের উত্তর দিয়েছিন তিনি। 

এক সময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল মিমির। সেই রাজও এখন ছেলে ইউভান আর স্ত্রী শুভশ্রীকে নিয়ে সুখে সংসার করছেন। আর মিমি নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

LEAVE A REPLY