সুড়ঙ্গ’র জন্য আমি এখনো বেকার রয়ে গেছি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। কুরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো..’ বিভাগে কথা বলেছেন তিনি।

* ঈদ কেমন কাটালেন?

** কুরবানির ঈদে কাজের একটু চাপ থাকে বেশি। সব তদারকি করতে হয়। কোথায় কোথায় মাংস যাবে সেটা দেখা, কেউ যেন এসে ফিরে না যায় সেদিকে খেয়াল রাখা। এসব নিয়েই ব্যস্ত ছিলাম। আর সিনেমার খবর রাখা তো আছেই।

* ঈদে আপনার অভিনীত ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?

** দারুণ। আমাদের সব শো ফুল যাচ্ছে। মাল্টিপ্লেক্স তো বটে, সিঙ্গেল স্ক্রিনেও প্রথম দিন রেকর্ডসংখ্যক টিকিট বিক্রি হয়েছে বলে আমি জেনেছি।

* দর্শক প্রতিক্রিয়া দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন?

** হ্যাঁ, সুড়ঙ্গের পুরো টিম আমরা একসঙ্গে ঈদের দিন অর্থাৎ, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছি। আমি, নিশো ভাই (সিনেমার নায়ক আফরান নিশো), পরিচালক রায়হান রাফি, আমাদের প্রডিউসার এবং আরও কিছু কলাকুশলীও ছিলেন সেখানে। আর প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা কী বলব, হলভর্তি মানুষ! ভেতরে এবং বাইরে নিশো ভাইয়ের এত ভক্ত, এত পছন্দ করে সবাই তাকে, সচরাচর এমনটা দেখা যায় না। নিশো ভাইকে বড় পর্দায় দেখার যে আনন্দটা তার ভক্তদের মাঝে, সেটা দেখার মতো ছিল।

* বরাবরই আপনাকে বেশ চ্যালেঞ্জিং চরিত্র করতে দেখা যায়। সুড়ঙ্গের ‘ময়না’ হয়ে ওঠা কতটা কঠিন ছিল?

** খুব বেশি কঠিন লাগেনি। কারণ, ২০২১ থেকে ২০২৩-এর প্রথমটা ছিল নিজেকে তৈরির সময়। এ সময় আমি ভিন্নধর্মী এবং বেশ শক্তিশালী কিছু চরিত্রে অভিনয় করেছি। ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘৭ নম্বর ফ্লোর’, ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’-সব কাজই একটা থেকে আরেকটা আলাদা। এ কাজগুলোর জন্যই ‘ময়না’র মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য বেগ পেতে হয়নি। তবে সংলাপ এবং অঙ্গভঙ্গির ক্ষেত্রে খুব মেপে মেপে অভিনয় করতে হয়েছে। যেন দর্শকদের কাছে অতিরঞ্জিত মনে না হয়।

* সামনে আর কী কাজ আসছে?

** সুড়ঙ্গ’র জন্য তো আমি পুরো বেকার রয়ে গেছি। ২০২২ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই, অর্থাৎ এ সাত মাস আমি সুড়ঙ্গকেই দিয়েছি। এর আগে শেষ কাজ করেছি ‘ফ্রাইডে’। আমি জানতাম ওটা জানুয়ারিতে রিলিজ হবে। তাই এর মধ্যে ইচ্ছা করেই আর কোনো কাজ নেইনি। কারণ, একটা বিরতির পর দর্শকরা যেন ‘ময়না’কে দেখে মজা পায়। এছাড়া হাতে দুটি স্ক্রিপ্ট আছে, তবে তাদের বলেছি এখন কাজ শুরু করতে পারব না। আপাতত আগস্ট পর্যন্ত ‘সুড়ঙ্গ’ নিয়েই থাকতে চাই।

LEAVE A REPLY