পারিশ্রমিক ফিরিয়ে দিচ্ছেন সামান্থা

সামান্থা

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাকে নিয়ে কম আলোচনাও হয় না। বলা চলে প্রায়ই খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন অভিনেত্রী।

কখনো ব্যক্তিগত কারণে আবার কখনো পেশাগত কারণে অভিনেত্রী আলোচনায় উঠে আসেন। 

অনেক মাস পরে গত বছর অভিনয়ে ফিরেছিলেন অভিনেত্রী। তার মায়োসাইটিস অটোইমিউন রোগে আক্রান্ত হওয়ার কথা ২০২২ সালের অক্টোবরে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই কারণে বিদেশে চিকিৎসাধীন ছিলেন।

তবে সুস্থ হয়েই কাজে ফেরেন অভিনেত্রী। গত বছর থেকে এখন পর্যন্ত তার অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে―‘যশোদা’, ‘শকুন্তলম’।

যদিও দুটি ছবিই বক্স অফিসে ব্যর্থ। এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার সিটাডেল সিরিজের হিন্দি সংস্করণে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন সামান্থা।

সেই শুটিংও শেষের পর্যায়ে। আর এখন বিজয় দেবেরকোন্ডার সঙ্গে তার ‘কুশি’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায়। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও আচমকাই কী হলো যে লম্বা বিরতি নিয়ে নিলেন সামান্থা? এমনকি আসন্ন প্রজেক্টের নেওয়া টাকাও ফেরত দিয়ে দিলেন তিনি। কী হলো? সামান্থা রুথ প্রভু দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম। সঙ্গে তিনি একজন প্যান-ইন্ডিয়া তারকাও।

তবে ‘পুষ্পা’তে আল্লু অর্জুনের সঙ্গে তার আইটেম নম্বর ‘উউ আন্তাভা’ তাকে বেশি জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু হঠাৎ কী হলো, অভিনেত্রী এক বছরের জন্য দীর্ঘ বিরতি নিয়ে নিলেন। বর্তমানে তিনি বিজয় দেবেরকোন্ডার সঙ্গে ‘কুশি’র শুটিংয়ে ব্যস্ত। আগামী তিন দিনের মধ্যেই শেষ হবে এই ছবির চূড়ান্ত শুটিং শিডিউল। শেষ হয়ে যাবে সিটাডেলের শুটিংও। 

তাই দুটি প্রকল্প শেষ করার পরেই সামান্থা রুথ প্রভু তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশের জন্য কাজ থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন। অভিনেত্রী ইতিমধ্যে চুক্তিবদ্ধ প্রকল্পগুরোর জন্য প্রযোজকদের কাছ থেকে অগ্রিম অর্থ ফেরত দিয়েছেন। অন্তত কিছু সময়ের জন্য তিনি তেলেগু বা বলিউডের কোনো সিনেমায় সাইন করার পরিকল্পনা করছেন না।

LEAVE A REPLY