মাঝসাগরে চীন-ফিলিপাইনের রেষারেষি

চীনের বিরুদ্ধে বিতর্কিত দক্ষিণ-চীন সাগরে ফিলিপাইনের দুটি জাহাজ আটকালো চীনের কোস্ট গার্ড। ৩০ জুন ম্যানিলা টেরিটরিয়ালের সেকেন্ড শোলের কাছাকাছি যেতেই এ ঘটনা ঘটে।

বুধবার চীনের বিরুদ্ধে আনা এক অভিযোগে এই দাবি করেছে ফিলিপাইন। দক্ষিণ চীন সাগর পাহারায় নিয়োজিত চীনের জাহাজকে বিপজ্জনক বলেও অভিযোগ করা হয়। মাঝসাগরে দুদেশের সেই রেষারেষির ভিডিওফুটেজও এদিন প্রকাশ করেছে ম্যানিলা। এএফপি।

নৌবাহিনীর মিশনের এসকর্ট হিসাবে নিযুক্ত ফিলিপাইনের দুটি উপকূলরক্ষী নৌযান দুটি চীনা উপকূলরক্ষী জাহাজের কাছে পৌঁছে। ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডোর জে টেরিয়েলা সাংবাদিকদের বলেন, চীনা জাহাজের মধ্যে একটি বিআরপি ফিলিপাইন কোস্ট গার্ডের নৌযান মালাব্রিগোর ধনুকের প্রায় ১০০ গজের কাছাকাছি পৌঁছেছিল। চীন বিপজ্জনক বিভিন্ন কৌশল পরিচালনা করেছে বলে জানান পশ্চিম ফিলিপাইন সাগরের উপকূলরক্ষীর আরেক মুখপাত্র তারিয়েলা।

আরও বলেন, চীনা জাহাজ ফিলিপাইন কোস্ট গার্ড জাহাজের এত কাছাকাছি পৌঁছে যা খুবই বিপজ্জনক। কারণ এতে সংঘর্ষের প্রবণতা ছিল অনেক বেশি। চীনা দূতাবাস এ মন্তব্যের তাৎক্ষণিক কোনো জবাব দেননি। এপ্রিল মাসে এর আগেও চীনের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়। এএফপির একটি দল অন্য একটি উপকূলরক্ষী জাহাজ থেকে কাছাকাছি সংঘর্ষ প্রত্যক্ষ করে। ঘটনায় মালাপাসকুয়ার কমান্ডিং অফিসার রোদেল হার্নান্দেজ বলেন, চীনা জাহাজটি তার নৌযানের ৪৫ মিটারের মধ্যে এসেছিল। তার দ্রুত পদক্ষেপ একে অপরের সঙ্গে সংঘর্ষ এড়াতে সহায়তা করেছে বলে জানান হার্নান্দেজ।

LEAVE A REPLY