যার অবসরের খবরে কাল দুঃখ প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম, ২৪ ঘণ্টা পরই তার প্রত্যাবর্তনে তিনি উচ্ছ্বাস ব্যক্ত করলেন। হুট করেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর আজ শুক্রবার তাকে গণভবনে নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে বেরিয়ে তামিম ইকবাল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
তামিমের এই ঘোষণায় দেশের ক্রিকেটাঙ্গনে খুশির জোয়ার বয়ে গেছে। আনন্দিত হয়েছেন তামিমের সতীর্থরাও। মুশফিকুর রহিম উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এর চেয়ে ভালো খবর আর হয় না। শুনে খুব ভালো লাগছে যে আমরা আরো একবার মাঠ ভাগাভাগি করতে পারব।
ইনশাল্লাহ এটা দারুণ একটা পুনঃসূচনা হবে এবং নিকট ভবিষ্যতে আমরা একসঙ্গে বাংলাদেশের জন্য বড় গৌরব বয়ে আনব।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। এর পেছনে কোনো কারণ তিনি জানাননি। তার এই আচমকা অবসরে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভক্তরা রাস্তায় নেমে মানববন্ধনও করেছেন। অতঃপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম আবার ফিরলেন আন্তর্জাতিক ক্রিকেটে।