২৫-২৬ গড় ‘একদম খারাপ’ বলতে রাজি নন লিটন

শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে কথা বলছেন লিটন কুমার দাস। ছবি : মীর ফরিদ

লিটন কুমার দাস। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। খারাপ সময় কাটিয়ে গত বছরটা তার স্বপ্নের মতো কেটেছে। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের রেকর্ড ১ হাজার ৯২১ রান করেছেন।

তবে চলতি বছরে এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে তার পারফর্মেন্স সুবিধার নয়। এই বছর ১০ ওয়ানডে খেলে তার রান ২৬.১১ গড়ে ২৩৫। ফিফটি ২টি, ‘ডাক’ ৩টি। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডেতে নিজের ফর্মহীনতা বিষয়ে কথা বলতে হলো আফগান সিরিজের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনকে।

প্রশ্নটা শুনেই লিটনের পাল্টা প্রশ্ন- ‘ফর্ম কি, ভাই?’ এরপর তিনি হাসতে হাসতে বলেন, ‘গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা নরম্যাল। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়।

তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না। বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।’

গত বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটন করেন ৩৫ বলে ২৬ রান।

ওয়ানডেতে বিবর্ণ হলেও অন্য দুই ফরম্যাটে কিন্তু ভালোই ব্যাটিং করছেন লিটন। এ বছর ২ টেস্টে ৪৭ গড়ে রান করেছেন ১৪১। আর ৬টি টি-টোয়েন্টিতে ৩৮.১৬ গড় ও ১৫৯.০২ স্ট্রাইক রেটে দলের সর্বোচ্চ ২২৯ রান করেছেন লিটন। গত বছর তিনি ওয়ানডেতেও দারুণ ব্যাটিং করেছিলেন। ১৩ ইনিংস খেলে ৫২.৪৫ গড়ে তার সংগ্রহ ছিল দলের সর্বোচ্চ ৫৭৭ রান।

LEAVE A REPLY