কমান্ডারদের নিয়ে দেশে ফিরলেন জেলেনস্কি

Patriot long-range air defence systems of the German Bundeswehr armed forces are deployed at Vilnius Airport ahead of the upcoming NATO Summit in Vilnius, Lithuania on July 7, 2023. (Photo by PETRAS MALUKAS / AFP)

রুশদের বিরুদ্ধে লড়াইয়ে বন্দি হওয়া ইউক্রেনীয় আজভ কমান্ডাররা মুক্তি পেয়ে দেশে ফিরলেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাদের সঙ্গে নিয়ে তুরস্ক থেকে ইউক্রেন ফিরেছেন। 

দেশে ফিরেই শনিবার তাদের নিয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন জেলেনস্কি। সম্মেলনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পুনরায় ফিরে যাওয়ার কথা জানান কমান্ডাররা। 

ইউক্রেনীয় সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি মারিউপোলের আজভস্টল স্টিল কারখানা। ২০২২ সালে এ ঘাঁটি রুশদের দখলে চলে যাওয়ায় ইউক্রেনীয় কমান্ডাররা আÍসমর্পণ করেন। 

দেশে ফিরে সংবাদ সম্মেলনে কমান্ডাররা তুরস্কে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তারা। সিএনএন।

LEAVE A REPLY