ভারতজুড়ে ৩১ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা এবং দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপর্যয়ে সর্বমোট ৩১ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধু কেরালাতেই মারা গেছে ১৯ জন। এক সপ্তাহে ধরে চলা বৃষ্টিতে কেরালার বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।

কেরালার প্রশাসন বৃষ্টিকবলিত এলাকা থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।

গত শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। কেরালার বিপর্যয় মোকাবেলা বাহিনী জানিয়েছে, ২২৭টি ত্রাণশিবির প্রস্তুত করা হয়েছে। এসব জায়গাতেই বৃষ্টিকবলিতদের আশ্রয় দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেল পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত অব্যাহত ছিল।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কয়েক দিনের বৃষ্টিতে এক হাজার ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো ডুবে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। এ পরিস্থিতিতে রাজ্যের আবহাওয়া বিভাগ সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। কেরালার মতো কর্ণাটক রাজ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ এর আশপাশের কয়েকটি রাজ্যে ভারি বৃষ্টিপাতের কারণে গত দুই দিনে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর প্রদেশে আগামী দুই দিন ভারি বৃষ্টিপাত বাড়তে পারে। অর্থাৎ বৃষ্টিপাত কমার কোনো আভাস নেই। দিল্লিতে মৌসুমের সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। গতকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৯৮২ সালের জুলাই মাসের পর সর্বোচ্চ।

গতকাল বিকেল পর্যন্ত দিল্লিসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত ছিল। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ শহর গুরুগ্রামের বিভিন্ন অংশও জলাবদ্ধতা ও বিদ্যুিবভ্রাটের কবলে পড়ে।

দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ্র কেজরিওয়ালের প্রশাসন গতকাল জানায়, ভারি বৃষ্টিপাতের কারণে আজ সোমবার দিল্লিতে স্কুল বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে এই সিদ্ধান্তের কথা জানায়।

ভারি বৃষ্টিতে দিল্লিতে ঘরের ছাদ ধসে চাপা পড়ে ৫৮ বছর বয়সী এক নারী নিহত হন। রাজস্থানে নিহত হয়েছে চার জন। উত্তর প্রদেশে ভবন ধসে ছয় বছরের শিশুসহ তার মা, হিমাচল প্রদেশের সিমলায় একই পরিবারের তিনজন এবং জম্মু ও কাশ্মীরেও আকস্মিক বন্যায় সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়েছেন।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY