নুসরাতের যে বিজ্ঞাপনে সমালোচনার ঝড়

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। প্রেম ও বিয়ে নিয়ে তিনি বিতর্কে জড়িয়েছেন। এবার একটি অনলাইন ‘বেটিং অ্যাপের’ হয়ে প্রচার করতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে বিভিন্ন জেলায় সহিংসতায় মানুষ মারা গেছে। প্রাণহানির ঘটনা থেকে গুরুতর জখম বিশৃঙ্খল পরিস্থিতি বহু জায়গায়। শনিবার এক রক্তাক্ত ভোট-উৎসবের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। 

এমন উত্তপ্ত পরিস্থিতিতে সংসদ সদস্য হয়ে ‘বেটিং অ্যাপ’-এর বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করে মারাত্মক কটাক্ষের শিকার হন নুসরাত। 

নেটিজেনদের প্রশ্ন- যেভাবে ভোটে অশান্তি, হিংসার সৃষ্টি হয়েছে, এর মধ্যে নবীন প্রজন্মকে জুয়া খেলার প্ররোচনা জোগাচ্ছেন আপনি?

কারও প্রশ্ন- পঞ্চায়েতে কতোগুলো খুন হয়েছে দেখুন। আপনি তো সংসদ সদস্য। তার ওপর সেলেব্রিটি ক্যাম্পেইনার। অন্তত মেরুদণ্ডটা শক্ত রাখুন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘জুয়ার’ বিজ্ঞাপনের সেই ভিডিওটি শেয়ার করার পর থেকেই এমন নানান মন্তব্যে বিদ্ধ হচ্ছেন এই নায়িকা। যদিও এর পালটা জবাবে এখন পর্যন্ত কিছুই বলতে দেখা যায়নি নুসরাতকে।

LEAVE A REPLY