ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। যিনি অভিনয়, শরীর-স্বাস্থ্য ও ব্যক্তি জীবন নিয়ে বরাবরই খুব সচেতন। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা পোস্ট দিয়ে থাকেন। চলতি বছরেই বলিউডে দুই দশক পূর্ণ করছেন এই অভিনেত্রী। গত ২০ বছর ধরে একজন পুরুষ কখনো তার হাত ছাড়েননি। ক্যাটকে সব সময়ই উদ্বুদ্ধ করেছেন তিনি। কঠিন পরিস্থিতিতে তার পাশে থেকেছেন। তাকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি।
তিনি কিন্তু ক্যাটের স্বামী ভিকি কৌশল নন। ক্যাটের চর্চিত সাবেক প্রেমিক রণবীর কাপুর বা সালমান খানও নন। তিনি হচ্ছেন অশোক শর্মা। সেই পুরুষের পরিচয় ফাঁস করলেন ক্যাটরিনা নিজেই। খবর আনন্দবাজার পত্রিকার।
ইনস্টাগ্রামের পাতায় সেই বন্ধুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ক্যাটরিনা। ক্যাপশনে তিনি লেখেন- ‘আজ ২০ বছর হয়ে গেল মিস্টার অশোক শর্মা। ইনি গত ২০ বছরে আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন। হাসিঠাট্টা থেকে অনুপ্রেরণাদায়ক আলোচনা… এমনকি, আমার ভালোর জন্যই আমার সঙ্গে ঝগড়াও করেছেন তিনি। সেটে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে ওর চোখ দিয়ে জল পড়েছে। ওর বন্ধুত্বপূর্ণ ব্যবহার এত বছরে একটুও পালটায়নি। এখন তো আমি কী চাই, সেটা আমি নিজে বুঝে ওঠার আগে অশোক বুঝতে পেরে যান। এ রকমভাবেই আরও ২০ বছর কেটে যাক।’
নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন ক্যাটরিনা। অভিনেত্রীর এই ভাবনাকে বাহবা জানিয়েছেন তার অনুরাগীরাও।