চীন সফর করতে পারেন পুতিন: রাশিয়া

চীন সফরে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

তিনি বলেছেন, দুদেশের যে দৃঢ় সম্পর্ক রয়েছে সেটিকে আরও সুদৃঢ় করার এখন ভালো সময়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, চূড়ান্ত হওয়ার পর পুতিনের চীন সফরের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, রাশিয়া-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের বৈচিত্র্যময় অগ্রগতি ধরে রাখার এখন সুবর্ণ সময়। চূড়ান্ত দিন নিয়ে সমঝোতা হবে, তখন জানানো হবে। বিভিন্ন পর্যায়ে সংলাপ চলছে। 

ইউক্রেনে আক্রমণের পর চীনের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনীতিক ও সামরিক সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের সপ্তাহখানেক আগে বেইজিংয়ে পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছিলেন তাদের ‘সম্পর্কের কোনো সীমা নেই।’ 

চলতি বছরের মার্চে মস্কো সফর করেন চীনা প্রেসিডেন্ট। ওই সময় ‘প্রিয় বন্ধু’ পুতিনের সঙ্গে একাধিক অর্থনৈতিক ও অন্যান্য চুক্তি স্বাক্ষর হয়। রাশিয়ার তেল ও গ্যাসের গুরুত্বপূর্ণ ক্রেতা চীন। ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব তুলে ধরেছিল দেশটি। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা এটি প্রত্যাখ্যান করেছে। 

পেসকভ বলেছেন, পুতিনের সম্ভাব্য বেইজিং সফরে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

LEAVE A REPLY