দিনাজপুরে সংঘর্ষ, চট্টগ্রামে হামলা ভাঙচুর

বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার দিনাজপুরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ৩১ নেতাকর্মীসহ উভয়পক্ষের ৩৪ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পালটাপালটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর

দিনাজপুর : দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনে বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস আটক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাচ ও মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে তারা। এ সময় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ হয়। চারটি বাস ভাঙচুর করা হয়। এতে বিএনপির ৩১ নেতাকর্মীসহ উভয়পক্ষের ৩৪ জন আহত হন। এ সময় দিনাজপুর-দশমাইল সড়কে প্রায় ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। আহতরা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বিএনপির নেতাকর্মীরা গালিগালাজ করছিলেন। থামিয়ে তাদের বোঝানোর চেষ্টা করা হলে তারা চড়াও হয়। ক্যাম্পাসে ঢুকে তারা শেখ রাসেল হলের গেটে লাথি মারে। শুধু ছাত্রলীগ নয়, সাধারণ শিক্ষার্থীরাও তাদের প্রতিহত করতে রাস্তায় নামে। ছাত্রলীগ নেতা শাহ আলম দাবি করেন, হামলায় ছাত্রলীগের ৮-১০ জন আহত হয়েছেন। 

প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ব্যাচেলর কোয়ার্টার ও সামনের ভবনে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র আহত হয়। 
চট্টগ্রাম : নূর আহমদ সড়কের দলীয় কার্যালয় থেকে বুধবার নগর উত্তর ও দক্ষিণ বিএনপি পদযাত্রা কর্মসূচি শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আসার পথে লালখান বাজারে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালায় বিএনপি কর্মীরা। এরপর নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের কর্মীরা ভাঙচুর চালায়। এ সময় নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়া পদযাত্রা থেকে ফিরে যাওয়ার সময় নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে বিএনপি কর্মীরা।

এদিকে পদযাত্রা কর্মসূচিতে পূর্বসংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির এক দাবি ‘শেখ হাসিনা বিদায় হও।’ এ পদযাত্রার মাধ্যমে সরকার পতনের মেসেজ দিয়েছে জনগণ। আন্দোলন এমন পর্যায়ে যাবে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় হতেই হবে। তিনি আরও বলেন, কেউ আক্রমণ না করলে আমরা সহিংসতায় যাব না। নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু করে নিউমার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে বিএনপির পদযাত্রা শেষ হয়।

তাৎক্ষণিক প্রতিবাদ সভা, বিক্ষোভ : মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপি অফিসের সামনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। বিএনপি তথাকথিত গণতন্ত্র ও একদফার নামে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে তারা গণতন্ত্র ও নির্বাচনের নমুনা দেখিয়েছে। প্রতিবাদ সভা শেষে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আওয়ামী লীগ।

LEAVE A REPLY