ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় কিশোরী নিহত : রুশ কর্মকর্তা

ফাইল ছবি : রয়টার্স

ক্রিমিয়ার একটি বসতিতে ইউক্রেনের ড্রোন হামলায় এক কিশোরী নিহত এবং চারটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার প্রধান বৃহস্পতিবার জানিয়েছেন।

কর্মকর্তা সের্গেই আকসিওনভ বলেন, কৃষ্ণ সাগর উপদ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলাটি হয়েছে। দুর্ভাগ্যবশত, সেখানে একজন শিকার হয়েছে। একটি কিশোরী মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা প্রকাশ করে আকসিওনভ জানান, ওই কিশোরীর পরিবারকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে রুশ কর্মকর্তার দাবির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে এবং সংযুক্ত করে নেয়, যেখানে তাদের কৃষ্ণ সাগর নৌঘাঁটি অবস্থিত, 

অন্যদিকে কিয়েভ বলেছে, ক্রিমিয়া ইউক্রেনীয় ভূমি। তারা তাদের ভূখণ্ড থেকে রাশিয়ান সেনাদের বিতাড়িত করার অভিযানের অংশ হিসেবে বলপ্রয়োগ করে অঞ্চলটি ফিরিয়ে নিতে চায়।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY