ব্রিটিশ কূটনীতিকদের চলাচল সীমিত করল মস্কো

মস্কোতে দূতাবাস ভবনে ব্রিটিশ পতাকা উড়ছে। ফাইল ছবি : রয়টার্স

ব্রিটিশ কূটনীতিকদের ওপর বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়ে রাশিয়া বৃহস্পতিবার বলেছে, তাদের ১২০ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে ভ্রমণের পরিকল্পনার পাঁচ দিনের নোটিশ দিতে হবে। তাদের ভাষায়, লন্ডনের ‘প্রতিকূল কর্মের’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়ে। ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ সমর্থন এবং ব্রিটেনে রুশ কূটনীতি বাধাগ্রস্ত করায় নিন্দা জানানো হয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ পক্ষকে লন্ডনের প্রতিকূল পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেশের ভূখণ্ডে ব্রিটিশ কূটনৈতিক মিশনের কর্মীদের চলাচলের জন্য একটি বিজ্ঞপ্তি পদ্ধতি চালু করার সিদ্ধান্ত সম্পর্কেও অবহিত করা হয়েছে।

ইউক্রেনে মস্কো যাকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করে, তার বিরুদ্ধে সমন্বিত আন্তর্জাতিক বিরোধিতার জন্য ব্রিটেন অন্যতম সমর্থক এবং ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তার অস্ত্রের অন্যতম প্রধান পশ্চিমা সরবরাহকারী।

নতুন নিয়ম অনুযায়ী, রাষ্ট্রদূত এবং অন্য তিনজন জ্যেষ্ঠ কূটনীতিক ব্যতীত ব্রিটিশ কূটনীতিকদের ১২০ কিলোমিটার ‘মুক্ত চলাচলের অঞ্চল’ ছাড়িয়ে ভ্রমণের যেকোনো পরিকল্পনার বিজ্ঞপ্তি কমপক্ষে পাঁচ কার্যদিবস আগে পাঠাতে হবে।

মন্ত্রণালয় বলেছে, ‘এ ধরনের নথিতে সময়, উদ্দেশ্য, ভ্রমণের ধরন, পরিকল্পিত ব্যাবসায়িক যোগাযোগ, সহকারী ব্যক্তি, পরিবহনের ধরন, ভ্রমণের স্থান ও আবাসন এবং সেই সঙ্গে ভ্রমণের রুট সম্পর্কে তথ্য থাকা উচিত।

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY