কৃষ্ণ সাগর নিয়ে রুশ সিদ্ধান্তের একমাত্র জবাব কী হতে পারে জানাল ইইউ

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ছবি : এএফপি

ইউক্রেনগামী যেকোনো জাহাজকে সামরিক বাহক হিসেবে বিবেচনা করার রুশ সিদ্ধান্তের একটিমাত্র সমাধান রয়েছে, সেটি হলো ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা বাড়ানো—ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বৃহস্পতিবার এ কথা বলেছেন।

রাশিয়ার কৃষ্ণ সাগরের সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে বোরেল বলেন, ‘কিভাবে এগিয়ে যেতে হবে তা মন্ত্রীদের আলোচনা করতে হবে। তবে একটিই সমাধান রয়েছে, ইউক্রেনে সামরিক সহায়তা বাড়ানো। যদি বোমা ফেলা হয়, তাহলে আমাদের অ্যান্টি-এরিয়াল ক্ষমতা দিতে হবে।

যদি রাশিয়ানরা ড্রোন ব্যবহার করে, তবে ইউক্রেনীয়দের ড্রোনগুলো ধ্বংস করতে অ্যান্টি-এরিয়াল ক্ষমতা সরবরাহ করতে হবে।’

বোরেল জোর দিয়ে বলেন, ‘এই গত তিন রাতের ব্যাপক আক্রমণের জন্য আমাদের পক্ষ থেকে একটি জবাব প্রয়োজন। উত্তরটি কেবল একটি হতে পারে, বক্তব্য ছাড়া আরো সামরিক সহায়তা সরবরাহ করা। সে জন্য আমি ইউরোপীয় শান্তি সুবিধার সক্ষমতা গুরুত্বপূর্ণ উপায়ে বাড়ানোর একটি প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছি।

বিষয়টি খুবই গুরুতর হয়ে উঠছে।’

রাশিয়া বুধবার ঘোষণা করেছে, তারা কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরগামী সব জাহাজকে ‘সম্ভাব্য সামরিক পণ্যবাহী’ হিসেবে বিবেচনা করা শুরু করবে।

এ ছাড়াও কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অংশের বেশ কয়েকটি এলাকাকে ‘অস্থায়ীভাবে নেভিগেশনের জন্য বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করে মস্কো বলেছে, ইউক্রেনীয় বন্দরগুলোতে ভ্রমণকারী জাহাজগুলোর পতাকাভুক্ত দেশগুলোকে সংঘাতে কিয়েভের পক্ষ হিসেবে বিবেচনা করা হবে।

এই সিদ্ধান্তটি ওডেসায় রাশিয়ার হামলার পরে এলো।

ইউক্রেন বলেছে, ওই হামলায় শস্য রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : আল অ্যারাবিয়া

LEAVE A REPLY