ইউক্রেন রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে গুচ্ছবোমা দিয়ে হামলা চালিয়েছে বলে অঞ্চলটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ শনিবার জানিয়েছেন।
গ্ল্যাডকভ টেলিগ্রামে লিখেছেন, ঝুরাভলেভকার বসতিতে বড় আকারের আক্রমণের সময় কিয়েভ বাহিনী কমপক্ষে তিনটি ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।
গভর্নরের মতে, গ্রামে ২১টি আর্টিলারি শেল এবং ১০ রাউন্ড মর্টারও ছোড়া হয়েছিল। পাশাপাশি হামলায় একটি কামিকাজে ড্রোনও ব্যবহার করে হয়েছে।
তবে গোলাগুলির ফলে ঝুরাভলেভকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়াও ছোট কামান, মর্টার ও ড্রোন হামলা একই দিনে বেলগোরোদ অঞ্চলের আরো অন্তত এক ডজন বসতিকে লক্ষ্য করেছে বলে গ্ল্যাডকভ উল্লেখ করেছেন।
ইলেক-পেনকোভকা গ্রামে ১২টি পরিবার একটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবনগুলোর সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালাগুলো ভেঙে গেছে জানিয়ে গভর্নর বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র : আরটি