চলতি মাসে গরম থেকে পুরোপুরি নিস্তার মিলছে না

ফাইল ছবি

এক দিনের ব্যবধানে দেশের পাঁচ জেলায় মৃদু তাপপ্রবাহ অনুভূত হয়েছে। আগের দিন শুক্রবারের চেয়ে গতকাল শনিবার বৃষ্টিপাত কমে যাওয়ায় এসব এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে গরম থেকে পুরোপুরি নিস্তার মিলছে না। তবে আগামী বৃহস্পতিবার কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে।

আর আগামী আগস্টের প্রথম সপ্তাহের দিকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজও তা অব্যাহত থাকতে পারে। তবে আজ খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জুলাই মাসের বর্তমান তাপমাত্রার অবস্থাকে আবহাওয়াবিদরা এখনো অস্বাভাবিক বলছেন না। বিগত কয়েক বছরে জুলাই মাসের তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠতে দেখা গেছে। ২০১৮ সালের জুলাই মাসে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি এবং ২০২২ সালে ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এবার এখনো এতটা তাপমাত্রা অনুভূত হয়নি।

জুলাই মাসে গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে দেশে কিছুদিন ধরে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকছে। এদিকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তাপপ্রবাহ এর আগের বছরগুলোতেও অনুভূত হয়েছে। কিন্তু এবার জুলাই মাসে গতকাল পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ৩০ বছরের ইতিহাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। বৃষ্টি না হওয়ায় কোথাও কোথাও তাপপ্রবাহ বইছে বলে মত আবহাওয়াবিদদের।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরের দিকে দেশের বিভিন্ন জায়গায় কিছুটা বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ চলে গিয়েছিল। কিন্তু আজ (গতকাল) আবারও বৃষ্টি কমে যাওয়ায় তাপপ্রবাহ ফিরে এসেছে।

লঘুচাপের প্রভাব নেই

সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি এরই মধ্যে ভারতের মধ্য প্রদেশের দিকে চলে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন (সোম ও মঙ্গলবার) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY