ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে বেশ ঝামেলা চলছে কিলিয়ান এমবাপ্পের। এখন পর্যন্ত চুক্তি নবায়ন না করায় তাকে প্রাক মৌসুম প্রস্তুতির দলেও রাখা হয়নি! তাকে পেতে অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্পেনের শীর্ষ এই ক্লাবটিতে যেতে পারলে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার ক্যারিয়ার আরও সমৃদ্ধ হবে বলে অনেকেই মনে করেন। একই মত জানালেন বুলগেরিয়ান গ্রেট খ্রিস্টো স্টইচকফ।
সম্প্রতি ‘স্ট্যাটস পারফর্ম’কে দেওয়া এক সাক্ষাৎকারে স্টইচকফ বলেন, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমাদের মধ্যে কথা হয়েছে এবং সে আমাকে বলেছে যে, তার সবচেয়ে বড় স্বপ্ন ব্যালন ডি’অর জয়। কিন্তু সে এখন যে স্তরে আছে, সেখানে পৌঁছানো কঠিন। তার চেয়েও বেশি কঠিন সেটা ধরে রাখা।
এমবাপে যদি সেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাহলে তাকে স্প্যানিশ লিগ বা প্রিমিয়ার লিগে যেতে হবে। ইংল্যান্ডে এমন কিছু ক্লাব আছে যারা তাকে দলে টানতে পারে, (যেমন) ম্যানচেস্টার সিটি, লিভারপুল বা আর্সেনাল।’
স্টইচকফের বলা ইংলিশ ক্লাবগুলোর নজর আছে এমবাপ্পের ওপর। তিনি যে পিএসজি ছাড়বেন- এমন সিদ্ধান্ত পাকা হয়ে গেছে।
তবে এখানেই একটু সমস্যা। রিয়াল ফ্রি ট্রান্সফারে এমবাপ্পেকে চায়। এ জন্য ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু পিএসজি তাকে এখনই বিক্রি করে দিতে চায়। কারণ আগামী মৌসুমে এমবাপ্পে ফ্রি এজেন্ট হয়ে গেলে পিএসজি আর ট্রান্সফার ফি পাবে না।
এদিকে এমবাপ্পেও চান মেয়াদ শেষ করে পিএসজি ছাড়তে। কারণ এতে তিনি মোটা অঙ্কের ‘আনুগত্য বোনাস’ পাবেন।
এসব পরস্পরবিরোধী কারণেই এমবাপ্পের সঙ্গে পিএসজি কর্তৃপক্ষের বিরোধ চরমে উঠেছে। কানাঘুষা শোনা যাচ্ছে যে, চুক্তি নবায়ন না করলে মৌসুমের পুরোটাই এমবাপ্পেকে সাইড বেঞ্চে বসিয়ে রাখার সম্ভাবনাও আছে। আরেকটি সূত্র দাবি করেছে, এমবাপ্পেকে নাকি ব্ল্যাংক চেক দিয়ে রেখেছে পিএসজি। পাশাপাশি তাকে ১০ বছর পিএসজিতে থাকার বিনিমিয়ে ১০০ কোটি ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব দেওয়া হয়েছে! তবু পিএসজিতে থাকতে চান না এমবাপ্পে। কারণ, তার ব্যালন ডি’অর চাই।