উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়া তার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে সোমবার রাত প্রায় ১১টা ৫৫ মিনিট (১৪টা ৫৫ জিএমটি) থেকে মধ্যরাত (১৫:০০ জিএমটি) পর্যন্ত পরপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের আরও দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের কয়েক ঘণ্টা পরই এ খবর পাওয়া যায়।
জাপান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে জাপানি গণমাধ্যম। নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।