জাপোরিঝিয়ায় রাশিয়ার বিরুদ্ধে তীব্র হামলা চালাচ্ছে ইউক্রেন

জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ এলাকায় বড় ধরনের হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। গত কয়েক দিন ধরে অঞ্চলটিতে ধীর গতিতে হামলা চালিয়ে কিছু এলাকা দখলে নিয়েছে তারা। তবে এ হামলার বিষয়ে মুখ খুলছে না কিয়েভ। 

বুধবার জাপোরিঝিয়ার রুশ মনোনীত সামরিক-বেসামরিক প্রশাসনের সদস্য ভ্লাদিমির রগোভ টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর দ্বিতীয় দফা পালটা আক্রমণ শুরু হয়েছে। শত্রুরা ওরিখিভের প্রতিরক্ষা ভেদ করতে সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠিয়েছে।

তিনি আরও বলেন, আজ ভোরের দিকে আমাদের ইউক্রেনীয় সেনাবাহিনী কামান ও বিমান হামলা চালিয়েছে।

এ বিষয়ে রুশপন্থি গভর্নর ইয়েভজেনি বালিতস্কিও বলেছেন, ইউক্রেনীয় হামলা চলমান রয়েছে। রুশ সামরিক ব্লগায় রায়বারও দক্ষিণাঞ্চলীয় রণক্ষেত্রের একই ধরনের পরিস্থিতির কথা তুলে ধরেছেন। 

তিনি বলেছেন, শত্রুরা তিনটি এলাকায় ঢুকে পড়তে সক্ষম হয়েছে। সে সব জায়গায় তুমুল লড়াই চলছে।

এই আক্রমণের বিষয়ে ইউক্রেন নীরব রয়েছে। এখন পর্যন্ত এই আক্রমণ নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনী বাখমুত, মেলিতোপোল ও বারদিয়ানস্ক অঞ্চলে আক্রমণ পরিচালনা করছে।

LEAVE A REPLY