প্রথমবারের মত দেশের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমান বন্দরে একটি সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। চীনের বিমানবাহী সৈন্যদের হামলা চালানোর দৃশ্য কল্পনা করে নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।
তাওইয়ুয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে অনুষ্ঠিত বুধবারের মহড়া ছিল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলতে থাকা তাইওয়ানের বড় আকারের বার্ষিক সামরিক মহড়ার অংশ।
সিএনএনের খবরে বলা হয়, চীনা বাহিনীর বিমানবন্দরের দিকে এগিয়ে আসা এবং সৈন্যদের নামিয়ে দেয়ার দৃশ্য ফুটিয়ে তুলতে মহড়ায় লাল রঙে চিহ্নিত ছয়টি হেলিকপ্টার সক্রিয় হয়। তাইওয়ানের সেনাদের সঙ্গে তারা গুলি বিনিময় করে এবং বিমানবন্দরের নকল একটি স্থাপনার দখল নেয়।
তাইওয়ানের পক্ষ এরপর পাল্টা হামলা শুরু করে এবং স্থাপনা পুনরায় দখল করে নেয়।
তাওইয়ুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর তাইওয়ান প্রণালীর উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার এবং প্রেসিডেন্টের কার্যালয় যেখানে অবস্থিত, তাইপের সেই কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় সেটাকে চীনের নিয়ন্ত্রণ গ্রহণের একটি লক্ষ্য হিসাবে দেখা হয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল তাওইয়ুয়ান বিমান বন্দরে প্রথম সেরকম মহড়া। তাইওয়ান যে চীনের সামরিক বাহিনীর হুমকি বৃদ্ধি পেতে থাকা স্বীকার করছে, এটি তারই আভাস।