ফেরত এলেন লিবিয়ায় আটক ১৩১ বাংলাদেশি

Dacca / Dhaka, Bangladesh: Hazrat Shahjalal International Airport, formerly Zia International Airport - terminal 2, the International Terminal - Kurmitola area (IATA: DAC, ICAO: VGHS). Hub of the national flag carrier Biman Bangladesh Airlines. Used by the Bangladesh Air Force as Bangabandhu Base.

ফাইল ছবি

লিবিয়ার ত্রিপলি ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক ছিলেন ১৩১ বাংলাদেশি। আজ মঙ্গলবার তারা দেশে ফিরেছেন। ভোর ৪টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। এ ফ্লাইটে এই বাংলাদেশিরা ছিলেন।

সকল কার্যক্রম শেষে দুপুরের দিকে তাদের নিজ নিজ জেলায় পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করা হয়। এরপর আইওএমের নিকট তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

গত সোমবার লিবিয়ার মেতিগা বিমানবন্দরের অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে প্রত্যাবর্তন বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। এ সময় তিনি নিরাপদে দেশে প্রেরণের জন্য দূতাবাসের প্রচেষ্টা সম্পর্কে তাদের অবহিত করেন। পাশাপাশি অবৈধ অভিবাসনের ক্ষতিকর দিক সম্পর্কে জানান। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা যেন তারা পরিহার করেন, সে আহ্বানও করা হয়।

এ ছাড়াও তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য দেশে ফেরার পর তাদের ভয়াবহ অভিজ্ঞতা আত্মীয়-স্বজনসহ পরিচিতদের জানানোর অনুরোধ করেন।

LEAVE A REPLY