সৌদি চুক্তি নিশ্চিত করতে ইসরায়েল ফিলিস্তিনিদের ছাড় দেবে না : মন্ত্রী

Flag of Israel waving in the wind against deep blue sky. Israeli flag.

ফাইল ছবি : ইসরায়েলের পতাকা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের একটি গুরুত্বপূর্ণ দল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে রাজি হবে না বলে তার মন্ত্রিপরিষদের একজন সোমবার বলেছেন।

সম্ভাব্য সৌদি-ইসরায়েল চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সৌদি আরবে পাঠিয়েছেন। এ পদক্ষেপকে বাইডেন একটি নীতিগত অগ্রাধিকার বলে মনে করেন। শুক্রবার তিনি বলেছিলেন, ‘এখানে একটি সংমিশ্রণ চলছে।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তবে রিয়াদ তা অনুসরণ না করে বলেছে, ফিলিস্তিনিদের দাবি আগে পূরণ করতে হবে।

সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক জোরদারের বিনিময়ে তার সমর্থক দল ধর্মীয় ইহুদিবাদ ফিলিস্তিনিদের ছাড় দেবে কি না জানতে চাইলে ইসরায়েলের জাতীয় মিশনমন্ত্রী ওরিট স্ট্রক বলেন, ‘আমরা অবশ্যই এমন কিছুতে রাজি হব না।’ এ ধরনের অবস্থান নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করবে, যিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণকে একটি প্রধান বৈদেশিক নীতির লক্ষ্য হিসেবে নিয়েছেন।

ফিলিস্তিনিরা রাষ্ট্রের জন্য যে ভূমিকে চায় সেখানে সরকারের ইহুদি বসতি সম্প্রসারণ এবং নেতানিয়াহুর জাতীয়তাবাদী-ধর্মীয় জোটের অনুসৃত বিতর্কিত বিচারিক পরিবর্তনের কারণে সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়েছে।

এদিকে রবিবার নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য এই পরামর্শকে প্রত্যাখ্যান করেছেন যে ইসরায়েলের কঠোর-ডান সরকার ও রাজনৈতিকভাবে বিভক্ত ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় লক্ষ্যগুলোর মধ্যে একটি অচলাবস্থা সৌদি চুক্তির প্রধান বাধা। একটি চুক্তি আসন্ন বলে মনে হচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্র : আল অ্যারাবিয়া

LEAVE A REPLY