এলপিএল অভিষেকে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এমন সময়েই ব্যাটে-বলে বিধ্বংসী হয়ে উঠেছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মতো লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের এই সুপারস্টার। আজ সোমবার গল টাইটান্সের হয়ে টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমে ব্যাট হাতে ২৩ ও বল হাতে ১ উইকেট নিয়েছেন সাকিব।

তার দল গল টাইটান্স সুপার ওভারে হারিয়েছে ডাম্বুলা আউরাকে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডারে শেভন ড্যানিয়েলের ৩৩ ও ভানুকা রাজাপক্ষে ৪৮ রান করে আউট হন। ১৩তম ওভারে ৯৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন সাকিব।

প্রথম চার বলে নেন ৪ রান। ধনাঞ্জয়া ডি সিলভার করা ১৫তম ওভারে তিনি ব্যাট হাতে চড়াও হন। তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মারার পর পঞ্চম বলে হাঁকান বাউন্ডারি। ১৮তম ওভারে পাকিস্তানি শাহনাওয়াজ দাহানির শিকার হওয়ার আগে ১৪ বলে ১ চার ২ ছক্কায় করেন ২৩ রান।

সাকিব ফেরার পর অধিনায়ক দাসুন শানাকার ঝোড়ো ২১ বলে অপরাজিত ৪২ রানের ওপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে গল। জবাবে ডি সিলভার ৪৩, কুশল পেরেরার ৪০ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসের অপরাজিত ৩৯ রানে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তোলে ডাম্বুলা আউরা। ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে ১০ রানের টার্গেটে জয় তুলে নেয় সাকিবের দল। বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।

LEAVE A REPLY