অধিনায়ক হয়ে ভারতীয় দলে ফিরলেন বুমরাহ

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ভারতীয় তারকা জসপ্রিত বুমরাহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও খেলতে পারেননি এই পেসার। ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বুমরাহ। 

বুমরাহ ফিরছেন ভারতীয় দলের অধিনায়ক হয়ে।

সোমবার তাকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের। আয়ারল্যান্ডের বিপক্ষে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রুতুরাজ গায়কোয়াদ। ১৮ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

২০ আগস্ট হবে দ্বিতীয় ম্যাচ। আর ২৩ আগস্ট হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে।

আয়ারল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াদ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শ্বদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।

LEAVE A REPLY