রাজধানীতে ১১৫ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে দুই দিনের বিশেষ অভিযানে নেমেছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের কর্মীরা। দুই দিনের অভিযানে ১১৫টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি। 

দুইদিনের অভিযানে আজ বুধবার রাজধানীর কুড়িল, সোবহানবাগ ও মিরপুরে তিতাসের অফিসের আওতাধীন এলাকায় অভিযান করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল ও দনিয়া তিতাসের অফিসের আওতাধীন এলাকায় অভিযান করা হয়েছে।

পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান।

তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘দুই দিনের অভিযানের প্রথমদিন বকেয়ার কারণে ৫৫টি আবাসিক সংযোগ, দুটি শিল্প ও বাণিজ্যিক সংযোগ, ও একটি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ৩ আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দ্বিতীয় দিনে বকেয়ার কারণে ৪৮টি আবাসিক সংযোগ, পাঁচটি বাণিজ্যিক সংযোগ ও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পাশাপাশি দুইদিনের অভিযানে তাত্ক্ষণিক বকেয়া আদায় হয়েছে এক কোটি ১৩ লাখ টাকার বেশি।’

LEAVE A REPLY