আইপিএলে পাওয়া চোট থেকে সুস্থ হয়ে উঠছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। তার অংশ হিসেবে তিনি নেটে ব্যাটিং করলেন। গত এপ্রিলে ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর তিনি এখন সেরে ওঠার পথে। দীর্ঘদিন পর নেটে ব্যাটিং করতে পেরে উচ্ছ্বসিত উইলিয়ামসন।
সামনেই বিশ্বকাপ। যদিও এই মুহূর্তে বলা যাচ্ছে না, তিনি আদৌ বিশ্বকাপে খেলতে পারবেন কি না।
আজ মঙ্গলবার ব্যাটিংয়ে ফিরলেও সেটা যে দীর্ঘ সময়ের জন্য নয়, তা নিজেই জানিয়েছেন উইলিয়ামসন। সোশ্যাল সাইটে নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘কয়েকটি থ্রো খেলার জন্য ব্যাট হাতে নেটে ফেরা দারুণ অনুভূতি।
’ ভারতের মাটিতে আগামী অক্টোবরে বসবে বিশ্বকাপের আসর। তার আগে উইলিয়ামসনের ব্যাটিংয়ে ফেরা নিউজিল্যান্ড দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।
উল্লেখ্য, গত ৩১ মার্চ আইপিএলের সর্বশেষ আসরের উদ্বোধনী ম্যাচেই সীমানায় ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়েছিলেন গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামা উইলিয়ামস। হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে সেদিনই তার আইপিএল শেষ হয়ে যায়।
এমনকি বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা জাগে। এপ্রিলে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় মাসের মতো লাগে।