টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে দুই নায়িকার সংঘাতের সংবাদ। সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে নাকি ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং ছেড়ে বেরিয়ে গেছেন তৃণা সাহা।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সিরিজ থেকেই তৃণা সাহাকে বাদ দেওয়া হয়েছে। আর তার বদলে অন্য নায়িকাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
মেকআপ আর্টিস্ট আর ভ্যান নিয়ে নাকি সোহিনী-তৃণার মনোমালিন্যের সূত্রপাত। শোনা যাচ্ছে, তৃণা নাকি দাবি করেছিলেন তারও সোহিনীর মতো আলাদা ব্যবস্থা চাই। সোহিনীর ব্যক্তিগত যে মেকআপ ও হেয়ার স্টাইলিং টিম, তারা বছরখানেক ধরেই সবখানে অভিনেত্রীর সঙ্গে থাকেন। ‘মাতঙ্গী’র সেটেও হাজির ছিলেন তারা। সেটা দেখেই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে আলাদা মেকআপ টিমের বায়না ধরেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী।
এর পর আর্টিস্ট গ্রুপে নাকি সোহিনী কারও নাম না করেই লেখেন, ২০১৮ সাল থেকে নিজের যোগ্যতায় আলাদা স্টাইলিং টিম পেয়ে আসছেন তিনি। তাই অপেক্ষা করলে সময়মতো সবার জন্যই বন্দোবস্ত হয়। আর সেই কথা চাউর হতেই নাকি অপমানিতবোধ করে শুটিং ছেড়ে বেরিয়ে যান তৃণা।
এদিকে তৃণার চলে যাওয়ার পর থেকেই শুটিং বন্ধ ছিল। তাতে নাকি বিস্তর ক্ষতি হয়েছে। গুঞ্জন, এটার জেরেই ওয়েব সিরিজ থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বদলে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে নাকি নতুন কাজের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন অভিনেত্রী।