কারাগারে প্রতি রাতেই কানের কাছে বাজে পুতিনের ভাষণ

অদ্ভুত শাস্তির মুখে পড়েছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি (৪৭)। না পারছেন ঠেকাতে, না পারছেন সইতে।

সবচেয়ে অপছন্দের মানুষের গুণকীর্তন শুনতে হচ্ছে মাসের পর মাস। নাভালনির সেলের বাইরে বাজানো হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১ ঘণ্টা ৪৬ মিনিটের দীর্ঘ ভাষণ। প্রতিদিনই রাতেই কানের কাছে ওই একই ভাষণ। 

চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে তাকে এই বক্তৃতা শোনানো হচ্ছে বলে সাম্প্রতিক এক টুইট বার্তায়  জানান নাভালনি। ২০২৩ সালের পুরোটা সময় জুড়েই ভাষণটি তাকে শুনতে হবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে।

‘শিক্ষামূলক কাজের নির্দেশাবলী’ তার সেলের বাইরে জাতির উদ্দেশে দেওয়া প্রেসিডেন্ট পুতিনের ভাষণ দেওয়া ভাষণ বাজানো হয় বলে জানিয়েছেন  রাশিয়ার কারা কর্মকর্তারা। পুতিন তার পরবর্তী বার্ষিক বক্তৃতা দেওয়ার আগ পর্যন্ত একই ভাষণ তাকে শোনানো হবে।

বর্তমানে নাভালনি জালিয়াতিসহ অন্যান্য অভিযোগে মোট ৯ বছরের সাজা ভোগ করছেন।

নাভালনিকে ২০২১ সালের জানুয়ারিতে জার্মানি থেকে রাশিয়ায় ফিরে আসার পর প্রথম গ্রেফতার করা হয়েছিল। কয়েকদিন আগেই তিনি একটি চরমপন্থি সংগঠন তৈরির নতুন অভিযোগের মুখোমুখি হয়ে আদালতে হাজির হন। 

এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ৩০ বছর পর্যন্ত জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার আদালত আগামী শুক্রবার কারাগারে নাভালনির বিচারের রায় ঘোষণা করবে। 

প্রসিকিউটররা তাকে চরমপন্থি কার্যকলাপের অর্থায়ন, প্রকাশ্যে চরমপন্থি কার্যকলাপে উসকানি দেওয়া আর ‘নাৎসি মতাদর্শ পুনর্বাসন’ করার অভিযোগে তার ২০ বছর কারাদণ্ডের অনুরোধ করেছেন।

নাভালনির প্রচারণা সংস্থাগুলোকে ‘চরমপন্থি’ হিসাবে দেখিয়ে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ায়। মেলেখভোতে সর্বাধিক-নিরাপত্তা পেনাল কলোনিতে বন্দি হওয়ার পর থেকেই কারাপ্রশাসনের কাছে বিভিন্ন ব্যঙ্গাত্বক আবদার করছেন নাভালনি। তার এই আবদারগুলোর মধ্যে রয়েছে একটি পোষা ক্যাঙ্গারু, ম্যাসেজ চেয়ার, মুনশাইন মদের বোতল। 

এছাড়া খালি হাতে অন্য একজনকে হত্যাকারী এক বন্দির জন্য কারাতে সর্বোচ্চ পদমর্যাদা দেওয়ার দাবিও জানিয়েছিলেন তিনি। যদিও পরবর্তী সময়ে এগুলো প্রত্যাখ্যান করা হয়।

LEAVE A REPLY