যে পাঁচ কারণে মানুষ বিয়ে করে

সংগৃহীত ছবি

ঐতিহাসিকভাবে বিবাহকে মানবসমাজের ভিত্তিপ্রস্তর বলা হয়। বিয়ের মাধ্যমে দুইজন বিপরীত লিঙ্গের মানুষ প্রেম, প্রতিশ্রুতি এবং অংশীদারত্বের মিলনে আবদ্ধ হয়। বিশ্বের বিবর্তন এবং সামাজিক নিয়ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মাঝে বিবাহরে নিয়মটি পরিবর্তন হওয়া শুরু করছে। বিবাহ একটি অপরিহার্য বিষয় এই ধারণাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে।

তার পরও মানুষ এখনো বিয়ে করতে পছন্দ করে। 

কেন একজন ব্যক্তি বিয়ে করে এই নিয়ে বিশেষজ্ঞরা কিছু কারণ দেখিয়েছেন। সেই কারণগুলো থেকে ৫টি কারণ তালিকাভুক্ত করা হলো :

১. জীবনসঙ্গী এবং ভালোবাসা পাওয়া : বিয়ে করার অন্যতম মৌলিক কারণ হলো প্রেম, ভালোবাসা এবং জীবনসঙ্গী পাওয়া। বিবাহ দুইজন বিপরীত লিঙ্গের মানুষের মাঝে প্রেম, ভালোবাসার একটি আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়।

উভয়ই একসঙ্গে জীবন গঠন করে এবং সুখ-দুঃখ ভাগ করে নেয়। সবাই  তাদের পছন্দের ব্যক্তির সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে চায়। যেকোনো পরিস্থিতিতে পাশে থাকা, জীবনের আনন্দ এবং দুঃখগুলো একসঙ্গে অনুভব করার জন্য পছন্দের মানুষকে বিয়ে করে। অনেকে একা থাকার ভয়েও বিয়ের সিদ্ধান্ত নেয়।

২. পারিবারিক এবং সামাজিক চাপ : পারিবারিক, সামাজিক এবং এমনকি সমবয়সীদের চাপসহ বিভিন্ন ধরনের বাহ্যিক চাপ মানুষকে বিয়ে করতে আগ্রহী করে তোলে। কিছু সংস্কৃতি এবং সমাজে বিয়েকে  জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। তাই সেখানে প্রাপ্তবয়স্ক সবাইকে বিয়ে করতে হয়। অনেক সমাজে বিয়ে না করাকে অস্বাভাবিক বা অগ্রহণযোগ্য হিসেবে দেখা হয়। এ ছাড়া যখন কেউ তাদের বন্ধু এবং সমবয়সীদের বিয়ে করতে দেখে, তখন তারা বিয়ে করার প্রয়োজন অনুভব করে এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে।

৩. মানসিক নিরাপত্তা : বিবাহ মানসিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করতে পারে। জীবনের উত্থান-পতনের সময় সমর্থন করার জন্য একজন প্রতিশ্রুতিবদ্ধ জীবনসঙ্গীর প্রয়োজন রয়েছে। সম্পর্কের প্রতি দায়িত্বশীল এমন একজন জীবনসঙ্গী পেতে সবাই বিয়ে করতে চায়। যার কাছে নিরাপদ, যার ওপর আস্থা রাখা যায় এবং যে মানসিকভাবে সুস্থ রাখে তার সঙ্গে সারা জীবন থাকার জন্য অনেকেই বিয়ে করে। 

৪. একটি পরিবার শুরু করার জন্য : বিবাহ দম্পতির জন্য একটি পরিবার শুরু করা এবং সন্তান ধারণের সবচেয়ে উত্তম উপায়। পরিবারকে সন্তান লালন-পালনের জন্য ভালো পরিবেশ হিসেবে দেখা হয়। আর এই পরিবার তৈরি হয় বিয়ের মাধ্যমেই। অনেক ধর্মে বিয়ে ছাড়া সন্তান ধারণ করা নিষিদ্ধ। বিবাহিত পিতা-মাতারা তাদের বাচ্চাদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর বাড়ির পরিবেশ তৈরি করে থাকে। এটা ভেবেই অনেকে বিয়ে করে। 

৫. সম্পর্কের স্বীকৃতি দিতে : বিবাহ একাট সম্পর্কের স্বীকৃতি এবং সুরক্ষা প্রদান করে। বিবাহ হলো একে অপরের প্রতি অঙ্গীকারের প্রকাশ্য ঘোষণা। বিবাহ একে অপরের লক্ষ্য সমর্থন এবং  জীবনের কঠিন পরিস্থিতিকে মোকাবেলার মাধ্যমে একসাথে থাকার ইচ্ছাকে নির্দেশ করে। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY