হাফপ্যান্ট পরে গিয়েছি বলে আমাকে দিয়ে প্লেট ধোয়ানো হয়েছে : সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির

হাফপ্যান্ট পরে যাওয়ায় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হয়েছে। এমন কথা সালমান মুক্তাদির নিজেই জানিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। একটি পিৎজা বানানোর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সালমান মুক্তাদির। 

রাজধানীতে এই প্রতিষ্ঠানের নতুন একটি শাখা খোলা হয়েছে।

মঙ্গলবার সেখানে যথারীতি যান সালমান। হাফপ্যান্ট পরে গিয়েছেন, তাই তাঁকে দিয়ে কার্যত জোর করেই প্লেট ধোয়ানো হয়েছে।

সালমান বলেন, গতকাল বনশ্রীতে কাস্টমাররা এসে আমাকে খুঁজছিল। কিন্তু আমাদের মার্কেটিং হেড বলছিল, আমি নাকি যাইনি, আর আমি নাকি ফোনও বন্ধ রেখেছি।

কিন্তু সেটা মিথ্যা। কাস্টমারের চাপ ছিল, আর আমি হাফপ্যান্ট পরে যাওয়ায় আমাকে প্লেট ধোয়ার কাজে লাগানো হয়। 

অবশ্য সালমান মুক্তাদির যে ঢঙে সোশ্যাল হ্যান্ডেলে বিবরণ দিচ্ছিলেন, তাতে করে ঘটনাকে প্রথমদিকে সত্য মনে হলেও শেষভাগে এসে নিশ্চিত হওয়া যাবে এটি একটিও মার্কেটিং স্ট্র্যাটেজি।

সম্প্রতি সালমান মুক্তাদির বিয়ে করেছেন।

তাঁর স্ত্রীর নাম দিশা ইসলাম। বিয়ে করে সালমান বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন, কেননা বিয়ের পর দিশার পূর্বের ইতিহাস সামনে চলে আসে। 

LEAVE A REPLY