একতা কাপুর
সাম্প্রতিক সময়ে একাধিকবার জনরোষের শিকার হওয়া তারকাদের তালিকা করলে সবার ওপরেই আসবে প্রযোজক একতা কাপুরের নাম। বিগত সময়ে বেশ কয়েকবার কটাক্ষ ও সমালোচনার শিকার হয়েছেন এই প্রভাবশালী প্রযোজক। এবার ফের পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়লেন তিনি। হাফপ্যান্ট পরেই মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই প্রযোজক।
সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার মুখে জিতেন্দ্রকন্যা।
মঙ্গলবার (১ আগস্ট) প্রকাশ করা হয়েছে আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল ২’-এর ট্রেলার। আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমাটির প্রযোজক একতা কাপুর। নিজের আসন্ন চলচ্চিত্রের জন্য প্রার্থনা করতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন ‘টেলিভিশন কুইন’ খ্যাত একতা।
কিন্তু সেখানেই হলেন কটাক্ষের শিকার। পোশাকের জন্য নেটিজেনদের রোষানলে পড়লেন তিনি। একতার ভিডিওটি প্রকাশ হওয়ামাত্র তার পোশাক নিয়ে একের পর কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্য আসতে শুরু করে। কেউ লিখেছেন, ‘ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত।
’ কেউ বা লিখেছেন, ‘মন্দিরে গেছেন নাকি মর্নিং ওয়াকে?’ কেউ কেউ লিখেছেন, ‘আপনার ড্রেস সেন্স সব সময় প্রশ্নবিদ্ধ। এটা মন্দির, কোনো ফ্যাশন শো নয়।’
তবে এই প্রথম নয়, এর আগেও পোশাকের জন্য বিদ্রুপের শিকার হয়েছেন একতা। চলতি বছরের শুরুতেই রিদ্ধি ডোগরার পার্টিতে স্যাটিনের ম্যাক্সি ড্রেস পরে হাজির হয়েছিলেন একতা। গাড়ি থেকে পোশাকটি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করেন তিনি।
কিন্তু নিজেকে স্বাভাবিকভাবে মেলে ধরতেও সমস্যায় পড়ছিলেন। আর তা দেখেই নানা রকম মন্তব্য করতে শুরু করেন সমালোচকরা। এর আগে অশ্লীল কন্টেন্ট তৈরি এবং ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার অভিযোগে মামলার শিকার হন একতা। সাবেক এক সেনা সদস্য মামলা করেন একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে। আদালত থেকেও তিরস্কার করা হয় প্রযোজককে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া