ধর্মীয় সহিংসতা নিয়ে টুইট করে বিপাকে গোবিন্দ

গোবিন্দ

ভারতের হরিয়ানার নুহ জেলায় ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতা নিয়ে মুখ খুললেন বলিউড তারকা গোবিন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করলেন তারকা। আর তাতেই বেশ তোপের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে হরিয়ানার নুহ জেলা।

সে ঘটনায় উগ্র হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন গোবিন্দ! সেই টুইট দাবানল গতিতে ভাইরাল হওয়ায় বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে গোবিন্দর বিরুদ্ধে। তুমুল সমালোচনার মুখে পড়েছেন নব্বইয়ের দশকের সবচেয়ে বড় এই সুপারস্টার।

নিজের টুইট বার্তায় গোবিন্দ লিখেছিলেন, ‘কতটা নিচে নেমে গেছি আমরা? এই সমস্ত কাজ করে যারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেন, তাদের লজ্জা লাগা উচিত। শান্তি বজায় রাখুন।

এটা গণতন্ত্র, স্বৈরাচার নয়!’ 

1

গোবিন্দর অ্যাকাউন্ট থেকে করা সেই টুইট ভাইরাল হওয়ার পরই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে, গোবিন্দর মতো ব্যক্তি কিভাবে এমন টুইট করতে পারেন? একের পর এক আক্রমণাত্মক মন্তব্যে কোণঠাসা গোবিন্দ অবশেষে জানালেন, টুইটটি তার করা নয়। তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গোবিন্দ বলেছেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল।

তাই হরিয়ানা নিয়ে ওই টুইটের দায় আমার ওপর চাপাবেন না। আমি পোস্ট করিনি ওটা।’

বর্তমানে গোবিন্দর ওই বিতর্কিত টুইটের অস্তিত্ব নেই। মুছে ফেলা হয়েছে টুইটটি। তবে বিতর্ক এড়াতে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।সেখানে গোবিন্দকে বলতে শোনা যায়, ‘আমার হরিয়ানার সমস্ত অনুরাগী ভাই-বোনদের বলতে চাই যে আমার টুইটার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছিল। বিগত কয়েক বছর ধরেই আমি টুইটার ব্যবহার করি না। আমার টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা কোনো প্রকার টুইট করেনি। আর আমাকে জিজ্ঞেস না করে তারা কোনো রকম পোস্ট করেও না। আমি সাইবার ক্রাইমে অভিযোগ জানাব ওই বিতর্কিত টুইট নিয়ে।’

নব্বইয়ের দশকে সবচেয়ে বড় তারকা গোবিন্দ বর্তমানে গ্ল্যামার জগৎ থেকে কিছুট দূরেই রয়েছেন। চলচ্চিত্রেও তেমন একটা দেখা যায় না তাকে। তবে এই মুহূর্তে গোবিন্দর হাতে কিছু প্রজেক্ট চলমান রয়েছে বলে জানা গেছে বলিউড সূত্রে।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY