পপতারকা দুয়া লিপা
নিজের হিট গান ‘লেভিটেটিং’-এর জন্য মামলার মুখে পড়লেন হালের সেনসেশন পপতারকা দুয়া লিপা। গায়িকার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তার হিট গান ‘লেভিটেটিং’-এ এক সংগীত প্রযোজকের একটি রেকর্ডিং ব্যবহার করা হয়েছে।
সংগীত প্রযোজক বোসকো কান্তে পপতারকা দুয়া লিপার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তার অভিযোগ, দুয়া তার গানের রিমিক্সে তার টক বক্সের তৈরি একটি রেকর্ডিং ব্যবহার করেছেন।
কান্তে লস অ্যাঞ্জেলেসে দুয়া লিপার বিরুদ্ধে মামলা দায়ের করে জানিয়েছেন, তিনি লেভিটেটিংয়ের সাফল্য থেকে ২০ মিলিয়নেরও বেশি অর্থ পাওয়ার অধিকার রাখেন।

বোসকো তার আইনি অভিযোগে দাবি করেন যে গায়িকার কাছে অনুমতি ছিল তার আসল রেকর্ডিংয়ে টক বক্সটি ব্যবহার করার। কিন্তু কোনো রিমিক্সে সেটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি। অভিযোগে আরো বলা হয়েছে, ‘দ্য ব্লেসেড ম্যাডোনা’ রিমিক্স এবং আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে দুয়া লিপার একটি পারফরম্যান্সেও এটি ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়াই।
কান্তে বলেছেন যে তিনি ইলেক্ট্রোস্পিট টক বক্সটি তৈরি করেছেন। বিলবোর্ডের রিপোর্ট অনুসারে, কান্তের আইনজীবীরা বলেছেন যে প্রযোজক তার দাবিটি সমাধান করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন। দুয়া এটি অনুমতি ছাড়াই বেশ কয়েক জায়গায় ব্যবহার করেছে, যা কপিরাইটের স্পষ্ট লঙ্ঘন। প্রযোজকের দাবি সত্ত্বেও দুয়া লিপা ও তার সহযোগীরা দায়িত্ব গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
তাই প্রযোজক আইনি ব্যবস্থা নিয়েছেন।