বেড়েছে সরবরাহ, বিশ্ববাজারে কমেছে পাম তেলের দাম

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমল পাম তেলের দাম। গতকাল বৃহস্পতিবার বিশ্ববাজারে পাম তেলের দাম ২.৩২ শতাংশ কমে প্রতি টন হয় তিন হাজার ৮২৪ মালয়েশিয়ান রিংগিত। এক সপ্তাহে এই তেলের দাম কমেছে ৫.০২ শতাংশ। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, জুলাই মাসে মালয়েশিয়ান পাম তেলের দাম প্রতি টন চার হাজার মালয়েশিয়ান রিংগি হয়, যা ছিল চার মাসে সর্বোচ্চ।

কিন্তু সরবরাহ বাড়ায় এখন আবার দাম কমে প্রতি টন তিন হাজার ৯০০ রিংগিতে নেমেছে।

অন্যদিকে আরেক শীর্ষ সরবরাহকারী ইন্দোনেশিয়া আগস্টের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত অপরিশোধিত পাম তেলের দাম নির্ধারণ করেছে ৮২৬.৪৮ ডলার, যা জুলাইয়ের ৭৯১.০২ ডলার থেকে বেশি। জুলাই মাসে মালয়েশিয়ার পাম তেল রপ্তানি বেড়েছে। জুন মাসের চেয়ে জুলাইতে দেশটির পাম তেল রপ্তানি বাড়ে ৭.৮ শতাংশ।

চাহিদা বেড়েছে আমদানিকারক ভারত থেকে। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল জানায়, ২০২৩ সালের দ্বিতীয় ভাগে বেঞ্চমার্ক পাম তেলের দাম থাকবে প্রায় তিন হাজার ৭০০ থেকে চার হাজার ২০০ মালয়েশিয়ান রিংগিতের মধ্যে। দীর্ঘ মেয়াদে বাজারে সরবরাহ ভালো থাকবে। সূত্র : ট্রেডিং ইকোনমিকস
 

LEAVE A REPLY