চিকিৎসার জন্য ২৫ কোটির সহায়তা, খেপলেন সামান্থা

সামান্থা রুথ প্রভু

বেশ কিছুদিন ধরেই বিরল রোগে আক্রান্ত দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি নিজের চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতিও নিয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, এক তেলেগু সুপারস্টার সামান্থাকে তার মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি টাকা দিয়েছেন, যা তিনি গ্রহণ করেছেন। বেশ কিছু প্রতিবেদনেও উঠে এসেছে এই তত্য।

 এবার সেই গুজবের বিষয়ে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী। টাকা গ্রহণ করার বিষয়টি অস্বীকার করেছেন সামান্থা। আর মিথ্যা প্রতিবেদনের জন্য গণমাধ্যমের নিন্দাও করেছেন তিনি।

সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, একজন তেলেগু অভিনেতা সামান্থা রুথ প্রভুকে তার মায়োসাইটিসের চিকিৎসার জন্য ২৫ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন বলে জানা গেছে।

সামান্থা তার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য নেওয়ার মিথ্যা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেত্রী বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করার পরে নিজের যত্ন নিতে সক্ষম। তার কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

1

শনিবার (৫ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা লিখেছেন, ‘মায়োসাইটিসের চিকিৎসায় ২৫ কোটি টাকা! কেউ আপনাদের একটি চমৎকার খারাপ সংবাদ দিয়েছে।

আমি সবচেয়ে ছোট ভগ্নাংশ ব্যয় করছি চিকিৎসার জন্য। আমি আমার কর্মজীবনে যে সমস্ত কাজ করেছি তার জন্য আমাকে ক্ষুদ্র অর্থ প্রদান করা হয়নি। আমার অর্থ রয়েছে। তাই আমি সহজেই নিজের যত্ন নিতে পারি। মায়োসাইটিস এমন একটি রোগ যাতে হাজার হাজার মানুষ ভোগে।এই চিকিৎসার বিষয়ে যারা তথ্য দেওয়া হয়েছে, তারা দায়বদ্ধ থাকুন।’

সামান্থা দীর্ঘদিন ধরেই মায়োসাইটিস রোগে ভুগছেন, যা তার শরীরের পেশিগুলোকে প্রভাবিত করে, ফলে তীব্র ব্যথা হয়। এর আগেও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রী। শিগগিরই চিকিৎসার জন্য আমেরিকায় যাবেন অভিনেত্রী। তাই আপাতত সিনেমা জগৎ থেকে বিরতিও ঘোষণা করেছেন তিনি।

সূত্র : এনডিটিভি

LEAVE A REPLY