ইসরাইলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিমতীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইল বাহিনী। এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনীর অভিযোগ, নিহত ফিলিস্তিনিরা তাদের ওপর হামলা চালাতে যাচ্ছিল।

রোববার সেনারা একটি গাড়িতে গুলি চালায় এবং তিন যাত্রীকে হত্যা করে। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে জেনিন শরণার্থী শিবির থেকে উগ্রবাদীদের নিয়ে একটি গাড়ি বের হয়। তারা যখন হামলা চালাতে যাচ্ছিল, তখন তাদের শনাক্ত করা হয়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী নায়েফ আবু সুইকও রয়েছে। তিনি জেনিন শরণার্থী শিবিরের একজন নেতৃস্থানীয় সামরিক ব্যক্তিত্ব।

তারা আরও বলেছে, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল আবু সুইক। গাজা উপত্যকার উগ্রবাদীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাদের পরিচালিত সামরিক কার্যকলাপে তিনি যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন হামাসের নিয়ন্ত্রণে আছে। ইসরাইলি কর্তৃপক্ষ হামাসকে উগ্রবাদী সংগঠন বলে মনে করে।

ফিলিস্তিনিদের হতাহতের ঘটনায় হামাসের একজন মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এ হতাহতের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে।

তিনি এক বিবৃতিতে বলেন, (ইসরাইলি) শত্রুরা ফিলিস্তিনের তিন ব্যক্তিকে হত্যা করেছে। তাদেরকে এ হত্যাকাণ্ডের জন্য মূল্য পরিশোধ করতে হবে। তারা কোনোভাবেই রেহাই পাবে না।

অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে করা রিপোর্টে আলজাজিরার প্রতিনিধি মোহাম্মদ জামজুম বলেছেন, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জেনিনের দক্ষিণে ইসরাইলি হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

LEAVE A REPLY