বাবরদের প্রধান নির্বাচক হতে পারেন ইনজামাম

বিশ্বকাপের আগমুহূর্তে পাকিস্তানের ক্রিকেটে ফের পরিবর্তনের হাওয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, বর্তমান নির্বাচক কমিটিতে বড় রদবদল আসতে পারে। প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে পারেন দেশটির কিংবদন্তি ব্যাটার এবং সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে পাকিস্তান দলের ডিরেক্টর মিকি আর্থার এবং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন ইনজামাম। দল নির্বাচনের ব্যাপারে তার অভিজ্ঞতা প্রচুর। তাই বিশ্বকাপের আগে তাকেই আবার প্রধান নির্বাচক পদে ফিরিয়ে আনার চিন্তা করছে পিসিবি। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী সপ্তাহেই নাকি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

 বাবর আজমদের প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ইনজামাম। তবে আর্থার ও ব্র্যাডবার্নকে বাদ দেওয়ার ব্যাপারে এখনো একমত হতে পারেননি পিসিবির কর্মকর্তারা।

শোনা যাচ্ছে, নির্বাচক কমিটি থেকে বাদ দিলে অসন্তুষ্ট হতে পারেন ব্র্যাডবার্ন ও আর্থার। যার প্রভাব পড়তে পারে বিশ্বকাপে।

 বিশেষ করে ব্র্যাডবার্ন শুধু কোচ হিসেবে দায়িত্ব পালনে রাজি হবেন কি না, সে বিষয়ে সন্দেহ আছে। তবে ইনজামাম উল হক ও মোহাম্মদ হাফিজকে নিয়ে মিসবাহ উল হকের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি এই দুজনকে সরানোর ব্যাপারে সুপারিশ করেছে। আরেকটি সূত্র দাবি করছে, ইনজামামকে প্রধান নির্বাচক করার পর পুরো নির্বাচক কমিটিই পরিবর্তন করা হতে পারে।

LEAVE A REPLY