কমিউনিটি শিল্ডের শিরোপা হাতছাড়া করে হতাশ গার্দিওলা

Manchester City manager Pep Guardiola

গত মৌসুমে ট্রেবল জিতলেও এবারের মৌসুমের শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলকে হারিয়ে ঐতিহ্যবাহী কমিউনিটি শিল্ডের শিরোপা জয় করেছে আর্সেনাল। রবিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর পেনাল্টি শ্যুট আউটে ৪-১ গোলে জয়লাভ করে গানাররা। শিরোপা হাতছাড়া করে হতাশ ম্যানসিটি কোচ গার্দিওলা।

ম্যাচ শেষে সিটি কোচ বলেন, ‘আমরা সত্যিই হতাশ। আজকে আমরা সবাই জিততে চেয়েছিলাম। ম্যানচেস্টার সিটি একটি দুর্দান্ত দল। কিন্তু কখনো কখনো তাদেরও হারতে হয়।

দিনের শেষে আমরা ভালো কিছু নিয়ে মাঠ থেকে বের হতে পারিনি। তাদের পেনাল্টি শ্যুটাররা আমাদের তুলনায় ভালো ছিল।’

ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ দল হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে শিরোপা জয়ের মাধ্যমে গত আসরে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায় ম্যানসিটি। অথচ এপ্রিল পর্যন্ত আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছিল আর্সেনাল।

ছয় মৌসুমে সিটি পঞ্চম লিগ শিরোপা জয় করে, অন্যদিকে, শেষ পর্যন্ত পাঁচ পয়েন্ট পিছিয়ে আর্সেনালের অবস্থান ছিল দ্বিতীয়।

কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে কিছুটা হলেও আক্ষেপ ঘুচেছে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার। তিনি বলেন, ‘এটা সত্যিই দারুণ এক অনুভূতি। বিশ্বে সেরা একটি দলের বিরুদ্ধে ওয়েম্বলিতে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমরা এখানে ক্লাবের হয়ে শিরোপা জিততে এসেছি।

সমর্থকরাও দারুণ খুশী হয়েছে।’

LEAVE A REPLY