বিটিএস’র ভি-এর একক অ্যালবাম

বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ডদল ‘বিটিএস’ দলীয় প্রজেক্ট থেকে বিরতিতে রয়েছে। তবে এই বিরতিতে শিল্পীরা নিজেদের একক গান নিয়ে ব্যস্ত রয়েছেন।

এরইমধ্যে দলটির সদস্য আরএম, জিমিন ও জাংকুক নিজস্ব গান প্রকাশ করেছেন। এবার তালিকায় যোগ দিয়েছেন কিম তাই-হিউং। তিনি শ্রোতাদের কাছে ভি নামে পরিচিত। তিনি নিয়ে আসছেন ‘লেওভার’ নামে একটি অ্যালবাম। 

জানা গেছে, অ্যালবামে মোট ছয়টি গান থাকছে। এটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। অবশ্য এর আগেও ভি’র একক গান শুনেছেন শ্রোতারা। 

‘ক্রিসমাস ট্রি’ শিরোনামের এ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল।

LEAVE A REPLY