সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুটা বাজে হয়েছিল ভারতের। টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল হার্দিক পান্ডিয়াদের। তবে তৃতীয় ম্যাচের ঘুরে দাঁড়িয়েছে দলটি। মঙ্গলবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৭ উইকেটে হারিয়ে সিরিজে টিকে রইল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করে উইন্ডিজ। জবাবে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। মাত্র ৪৪ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।

ম্যাচ শেষে সূর্যকুমারের প্রশংসায় মেতেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, ‘সূর্য-তিলক অসাধারণ খেলেছে। তারা দুজনে একসঙ্গে খেলে এবং তারা একে অপরকে বোঝে। আমি ভাগ্যবান যে সূর্যকুমারের মতো একজনকে পেয়েছি। সে এ ধরনের চ্যালেঞ্জ পছন্দ করে, দায়িত্ব নিতে চায়।

দলের মধ্যে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে।’

নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে জয় তুলে নিতে পেরে দারুণ খুশি হার্দিক, ‘এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা আসল জিনিসটাই বলছি, এই সিরিজের ম্যাচগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই ম্যাচে আমাদের ফিরে আসতে হয়েছে। দুটি হার বা দুটি জয় কিছু পরিবর্তন করে না।

আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের চরিত্র অনুযায়ী খেলেছি।’

LEAVE A REPLY