যাত্রাবাড়ীতে ১০০ কেজি গাঁজা আটক!

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। আটককৃতরা হলো- মো. আব্দুল মজিদ ও মো. কালু মিয়া।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, যাত্রাবাড়ীর শনির আখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কয়েকজন লোক গাঁজা বিক্রির উদ্দেশ্যে কাভার্ডভ্যানসহ অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে উক্ত যায়গায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান নিয়ে পালানোর সময় মজিদ ও কালুকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত হওয়ায় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, আটককৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য এখানে এসেছিল।

আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

LEAVE A REPLY