জাপানে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোক্কাইডো। জার্মান সংস্থাটি আরো জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।

গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোক্কাইডো।

রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোক্কাইডো ছাড়াও অন্য অঞ্চলগুলো কেঁপেছিল। এর আগে গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন।

ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। 

সূত্র : রয়টার্স

LEAVE A REPLY