আগামী মাসে পাকিস্তান ফিরতে পারেন নওয়াজ শরিফ

দীর্ঘ চার বছর পর আগামী অক্টোবর মাসে পাকিস্তান ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশে ফিরেই আইনের মুখোমুখি হবেন তিনি। এর আগে তার সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন যাবেন তার ছোটভাই শেহবাজ শরীফ। বৃহস্পতিবার জিও নিউজের ক্যাপিটল টক প্রোগ্রামে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শাহবাজ শরিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সুরাহা করার পর লন্ডন সফরে যেতে চাই। সেখানে তার সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করব। পরের মাসে তিনি (নওয়াজ) পাকিস্তানে ফিরে আসবেন। দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন নওয়াজ শরীফ।

উল্লেখ্য, অবৈধ উপায়ে অর্থের মালিক হওয়ার কারণে ২০১৬ সালে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এরপর তিনি পদত্যাগ করেন। তাকে পাঠানো হয় জেলে। সেখান থেকে বেরিয়ে ২০১৯ সালের নভেম্বরে চলে যান লন্ডনে।

তারপর থেকে লন্ডন, দুবাইয়ের মধ্যে যাতায়াত তার। বিদেশে বসেই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন। পানামা পেপারস কেলেংকারির পর জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) আল আজিজিয়া ও অ্যাভেনফিল্ড এপার্টমেন্ট রেফারেন্সে অভিযুক্ত হন নওয়াজ শরীফ।  ওই মামলার রায়ের বিরুদ্ধে তার আপিল এখনও আদালতে স্থগিত অবস্থায় আছে। 

LEAVE A REPLY