ওয়ানডে ফরম্যাটের নতুন অধিনায়ক নির্বাচনের জন্য মঙ্গলবার জরুরি সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে এই সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছিল। তবে জরুরি সভা শেষে নতুন অধিনায়কের নাম জানাতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন বিশ্বসেরা অলরাউন্টার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।
নেতৃত্বের দৌড়ে থাকা লিটন আজ বৃহস্পতিবার কথা বলেছেন এ নিয়ে।
একটি বাণিজ্যিক অনুষ্ঠানে অধিনায়কত্বের বিষয়ে লিটনকে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল অধিনায়কত্বের জন্য তিনি তৈরি কি না। জবাবে লিটন বলেন, ‘এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের।
আপনারা হয়তো এক-দুইদিনের মধ্যে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনারা বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আমার বলাটা উচিত হবে না। যেহেতু আমি বোর্ডের চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।
আমার কাছে মনে হয়, এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করুন।’
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজের শতভাগ দিতে চান লিটন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব।যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো।’