প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে সবার মন জয় করে নিয়েছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের এই নবীন তারকা টপ অর্ডার ব্যাটার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে ৬ ইনিংসে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন। একটি ফিফটিও আছে। এমন পারফরম্যান্সের পর হৃদয়কে বিদায় দিতে বেশ বেগ পেতে হয়েছে জাফনা কিংসকে।
৮ আগস্ট পর্যন্ত লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য অনাপত্তিপত্র নিয়েছিলেন হৃদয়। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বুধবার দুপুরে দেশে ফিরেছেন তিনি। যদিও জাফনা কিংস তাকে পুরো লিগ শেষ করার অনুরোধ করেছিল বলে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায়, দলের সবার উপস্থিতিতে হৃদয়কে জাফনা কিংসের প্রধান কোচ থিলান কান্দাম্বি বলছেন, ‘এটাই তোমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
আমি তোমাকে শুভ কামনা জানাই। আশা করি, প্রচুর রান করবে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নয় (হাসি)।’
থিলান কান্দাম্বির কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।
পাশেই ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি সাথে সাথে বলে বসেন, ‘এমনকি পাকিস্তানের বিপক্ষেও (রান) করা যাবে না!’ আবারও সবার মাঝে হাসির রোল ওঠে। আসলে থিলান এবং শোয়েব দুজনই বুঝতে পেরেছেন, হৃদয় লম্বা রেসের ঘোড়া। ভবিষ্যতে সে অনেক রান করবে। তাই মজা করেই নিজ নিজ দেশের বিপক্ষে হৃদয়কে রান করতে মানা করেছেন তারা।সামনেই এশিয়া কাপ। থিলান আর শোয়েবের অনুরোধ তাই রাখতে পারবেন না হৃদয়।