পরপর দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, কিন্তু শিরোপা ছুঁতে পারলেন না। ২০১৫ বিশ্বকাপের পর ২০১৯ বিশ্বকাপ। দুটিতেই রানার্সআপ নিউজিল্যান্ড। যদিও গত বিশ্বকাপে কিউইদের রানার্সআপ হওয়া নিয়ে বিতর্কের অবকাশ আছে।
আইসিসির বিতর্কিত আইনের কারণেই কাঁদতে হয়েছিল ট্রেন্ট বোল্টদের। আসন্ন ভারত বিশ্বকাপ সামনে রেখে আবারও স্বপ্ন দেখছেন এই কিউই গতিতারকা।
গত বছরের আগস্টে হুট করেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন বোল্ট। এরপর থেকেই তিনি ওয়ানডে দলের বাইরে।
আসন্ন ইংল্যন্ড সিরিজ সামনে রেখে ৩৪ বছর বয়সী বাঁহাতি পেসারকে আবারও দলে ফেরানো হয়েছে। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান। দলে ফেরার পর এবার বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বোল্ট। সেইসঙ্গে স্বপ্ন দেখছেন শিরোপা উঁচিয়ে ধরার।
গত দুই আসরে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার অন্যতম কারিগর বোল্ট বলেছেন,‘দলে ফেরা এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য কাজ করার বিষয়টি আমার মাথায় সব সময়ই ছিল। সেখানে (বিশ্বকাপে) ইতিহাস জড়িয়ে আছে। গত আসরে আমাদের যাত্রা খুবই রোমাঞ্চকর ছিল। তাই এবার খেলার জন্য উন্মুখ হয়ে আছি এবং আশা করি, বড় ভূমিকা রাখতে পারব।আমি স্রেফ ভাবছি, চকচকে ট্রফিটি উঁচিয়ে ধরার কথা, ৪ বছর আগে যেটার খুব কাছে ছিলাম আমরা।এটাই সবচেয়ে বড় লক্ষ্য।’