নেইমারকে কিনতে যে বাধার সম্মুখীন চেলসি

পিএসজি ছেড়ে চলে গেছেন লিওনেল মেসি। আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে যাই যাই করছেন। এর মাঝেই আক্রমণভাগের আরেক সুপারস্টার নেইমারকে নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেল। ব্রাজিল সুপারস্টারকে নাকি ফেরাতে চায় তার সাবেক ক্লাব বার্সেলোনা।

এ ছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিও নাকি কিনতে চায় নেইমারকে। তবে ইংলিশ ক্লাবটি একটা জায়গায় বিপাকে পড়ে গেছে।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। সেখানে গিয়ে নিজের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন বা ক্লাবের চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন―কোনোটাই তিনি পূরণ করতে পারেননি।

চোটের কারণে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। বাজে ফরমের কারণে সমর্থকদের দুয়ো শুনতে হয় প্রায়ই। এসব কারণেই পিএসজি তাকে ছেড়ে দিতে চায়।

এদিকে প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে ১২তম হয়েছে চেলসি।

যে কারণে তারা এবারের মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারবে না। নেইমারের মতো সুপারস্টার একটা মৌসুম ইউরোপিয়ান প্রতিযোগিতা মিস করতে রাজি হবেন―এমন সম্ভাবনা খুবই কম। ব্রিটিশ গণমাধ্যমের খবর, এ কারণেই নাকি নেইমারকে দলে ভেড়াতে বিপাকে পড়েছে চেলসি।

LEAVE A REPLY